ইউনিয়নভূমি অফিসসমূহেরপ্রধান কর্মকর্তাগণেরতথ্যঃ
|
১। আপনার যে কোন সমস্যা দ্বায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করুন।
২।পরামর্শ দেওয়ার জন্য কোন প্রকার অর্থ বা অন্যকোন প্রকার দ্রব্য বা উপহার দেবেন না বা দেওয়ার চেষ্টাও করবেন না।
৩।প্রতারক শ্রেণীর লোক হইতে সাবধান থাকবেন।
৪। কর্তব্যরত কর্মকতাগনের নিকট কর পরিশোধ অন্ত্মে দাখিলায় লিখিত অর্থ পরিশোধ করুন। দাখিলায় প্রদর্শিত অংকের বাহির একটি পয়সাও অতিরিক্ত দেবেন না।
৫।নামজারী সংক্রান্ত্ম সকল আবেদন উপজেলা ভূমি অফিস গ্রহণ করে থাকে।
৬। কোন অভিযোগ থাকলে নিম্নস্বাক্ষরকারীকে তাদের সরবরাহকৃত মোবাইল নম্বরে অবহিত করুন।
৭। পাকা রেজিষ্ট্রি দলিল সম্পাদন ব্যতিত কোন প্রকার মৌখিক দান ঘোষনা বা বণ্টন নামা নোটারী পাকলিক বা বায়নানামার ভিত্তিতে কোন প্রকার মালিকানার দাবী আইনগত গ্রহণ যোগ্য নহে। এরূপ কোন কাগজের ভিত্তিতে রেকর্ড সংশোধণ, খাজনা খারিজের কোন আইনগত বৈধতা দাবী করা যায় না।
৮। নামজারীর খরচা নিম্নরূপ : -
ক) আবেদন পত্রের সহিত কোটফি- ৫/-
খ) প্রসেস ফি বাবদ কোটফি (প্রতি প্রসেস) ৩/-
গ) হাজিরার সহিত কোট ফি প্রতি হাজিরা ২/-
ঘ) রেকর্ড সংক্রান্ত্ম ফি ২০০/-
ঙ) প্রতি কপি ্িমউটেশন খতিয়ান ফি ৪৫/-
চ) নোটিশ জারীর ফি ২/-
বিঃদ্রঃ ডিসি আর এর মাধ্যমে (২০০+৪৩+২) = ২৪৫/- টাকা
৯। অসম্পূর্ণ আবেদন পত্রের ভিত্তিতে কোন ব্যবস্থা নেওয়া হয় না। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল যোগ্য।
১০। আবেদনপত্র গ্রহনের তারিখ হইতে( মঞ্জুরী/না মঞ্জুর) নিষ্পত্তির মেয়াদ সবোর্চ্চ ৪৫ দিন।
পরকিল্পনা ও বাস্তবায়ন:ে একসসে টু ইনফরমশেন প্রোগ্রাম ও বসেসি
কারগিরী সহায়তায়: রাইট ব্রনে সলউিশন লমিটিডে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস